The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দীর্ঘ বিরতির পর ঈদের নাটকে কুসুম শিকদার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছুদিন ধরেই টিভি নাটকে দেখা যাচ্ছিল না অভিনেত্রী কুসুম শিকদারকে। তবে বিরতির পর আবারও এই ঈদে কুসুমকে দেখা যাবে একটি ধারবাহিক নাটকে।

Kusum Sikder

কুসুম শিকদারের বিরতির কারণ হলো মাঝের সময়টাতে সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সফলও হয়েছেন সিনেমায় অভিনয় করে। দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন কুসুম শিকদার অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’।

Kusum Sikder-2

বর্তমানে সিনেমার ব্যস্ততা কাটিয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এবার টিভি নাটকে সময় দিচ্ছেন কুসুম শিকদার। আগামী ঈদের জন্য একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ নাটকে তার বিপরীতে রয়েছেন সাজু খাদেম।

এজাজ মুন্নার রচনা এবং নির্দেশনায় ধারাবাহিকটির নাম ‘আমি তুমি, তুমি আমি’। এতে কুসুম শিকদার অভিনয় করছেন শ্রাবণী নামের একটি চরিত্রে। গত ১৬ মে হতে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে।

Kusum Sikder-3

৭ পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করছেন- আবদুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, তাসনুভা তিশা, ওয়াসিম খান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...