দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিরাট কোহলিকে চেনেন না এমন লোক এখন মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। বিরাট কোহলির স্থানও এখন অনেক উচুতে। তাই তার ভক্তরা মাঝে মধ্যে কিছু কাণ্ড করে বসেন। চুল কাটাতে গিয়ে এক ভক্ত কী করলো দেখুন ভিডিওতে!
বিরাট কোহলিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে বীরপুজো পর্যন্ত। বিরাট কোহলিকে সামনে পেলেই অনেকেই আবার ছুঁয়ে দেখতে চান। তিনি যেখানে যান সেখানেই মানুষের ভিড় জমে যায়। একসময় শচীন তেন্ডুলকরকে নিয়েও এমন উন্মাদনা হয়েছে। এখন সেটি হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে।
আর তাই দিনকে দিন তাঁর ভক্তের সংখ্যাও বাড়ছে ক্রমাগত। টুইটারেই কোহলির ভক্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় দশ মিলিয়নে। কোহলির নামে ভক্তরা এখন পাগল।
সম্প্রতি হাকিম মাহোতো নামে কোহলির এক ভক্ত মজার কাণ্ড ঘটিয়েছেন। সে কারণে তিনি খবরের শিরোনামে চলে এসেছেন। চুল ছাঁটতে সেলুনে গিয়েছিলেন সেই ভক্ত। পুরোদস্তুর চুল ছাঁটার পর দেখা গেলো হাকিম মাহোতোর মাথার পেছনে আস্ত একজন বিরাট কোহলি! নিশ্চয়ই বুঝতে পারছেন, বিরাট কোহলির জনপ্রিয়তা কোন জায়গায় পৌঁছে গেছে।
দেখুন ভিডিওটি