দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিমধ্যেই নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছেন অভিনয়শিল্পী জয়া আহসান। তিনি এবার চলচ্চিত্র প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন।
যে ছবিটি নির্মাণ হবে সেটি হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে। ইতিমধ্যে ছবিটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানও পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।
দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করে আসছেন জয়া আহসান। ১৯৯০ সালের শেষের দিকে মডেলিং শুরু করেন জয়া। এরপর মডেলিং, টেলিভিশন বিজ্ঞাপন এবং অসংখ্য টিভি নাটকেও অভিনয় করে প্রশংসিত হন জয়া আহসান। এবারই প্রথম প্রযোজনায় হাত দিতে যাচ্ছেন জয়া আহসান।
উল্লেখ্য, নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুব সাতাঁর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জয়া। এরপর ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন। এরপর ধীরে ধীরে নাটক ছেড়ে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন জয়া। এরপর নাসিরউদ্দীন ইউসূফ বাচ্চুর পরিচালনায় ‘গেরিলা’ এবং রেদওয়ান রনির ‘চোরাবালি’তে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন জয়া।