দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৌশিক শংকর দাস রচিত ও পরিচালিত ‘দ্য লাস্ট চ্যাপ্টার’ নাটকটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ৭:৪০ মিনিটে চ্যানেল 9 এ।
কৌশিক শংকর দাস রচিত ও পরিচালিত ‘দ্য লাস্ট চ্যাপ্টার’ নাটকটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ৭:৪০ মিনিটে চ্যানেল 9 এ।
কাহিনী সংক্ষেপ:
রায়ান, অভি ও শূন্যতা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের মধ্যে বন্ধুত্বের কোন কমতি নেই। সারাদিন হাসি আড্ডার ভিতর দিয়ে ভালোই চলছিলে তাদের প্রতিদিন। কিন্তু দিন যেতে যেতে রায়ান ও অভি শূন্যতাকে আর বন্ধু ভাবতে পারেনা, ভেবে নেয় বন্ধুর থেকে কিছুটা বেশি। আর শুন্যতাও ব্যপারটা ভালো ভাবেই বুঝতে পারে। কিন্তু কাউকে কিছ ুবলেনা। ব্যাপারটা নিজের মতে াকরে উপভোগ করতে থাকে।
রায়ান ও অভির মধ্যে একটা দুরত্ব বাড়তে থাকে। আর এই দুরত্ব বাড়তে বাড়তে এক পর্যায়ে শত্রুতায় রুপ নেই। শুন্যতা বুঝতে পারে নিজের ভুল। আর সে কারণেই গল্পের শেষ অধ্যায়ে শূন্যতা নিজের ভুল স্বীকার করে নিজেকে সরিয়ে নেয়।