The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দীর্ঘ বিরতির পর আবারও কর্মে ফিরলেন পূর্ণিমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ বিরতির পর জনপ্রিয় চিত্রঅভিনেত্রী পূর্ণিমা আবারও কর্মে ফিরেছেন। দীর্ঘ বিরতির পর তিনি একটি চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিলেন।

Purnima-01

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ছোট পর্দার জনপ্রিয় পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবির শুটিং শুরু করেন। দীর্ঘদিন ছবিটির কাজ বন্ধ থাকে নানা কারণে। তবে এ বছরের শুরুতে এ ছবির অডিও গানগুলো অনলাইনে রিলিজ করা হয়। সম্প্রতি শুরু হয়েছে ছবিটির ডাবিংয়ের কাজ। পূর্ণিমা ডাবিংয়ে নিয়মিত অংশ নিচ্ছেন।

Purnima-02

ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা তাহসানের সঙ্গে জুটি করেছেন পূর্ণিমা। এই ছবিটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং মিশু সাব্বির।

Purnima-03

এ ছবিটি নিয়ে পূর্ণিমা সংবাদমাধ্যমকে বলেন, ‘নানা কারণে ছবিটি মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। তবে ছবিটির গানগুলো দর্শকরা পছন্দ করেছেন। বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। আমার অংশের ডাবিং ইতিমধ্যে শেষও হয়েছে। আমার বিশ্বাস, শুধু গানই নয়, ছবিটিও দর্শকরা খুব পছন্দ করবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...