The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইউটিউবে হাবিব-শারলিনার ভিডিও নিয়ে ঝড় [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন পর আবারও আলোচনায় চলে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। ১ আগস্ট মুক্তি পাওয়া তার নতুন গানের মিউজিক ভিডিও ‘মনের ঠিকানা’ ঝড় তুলেছে।

YouTube video Habib-sharlina

‘মনের ঠিকানা’ নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে একেবারে বাজিমাত করে ফেলেছেন জনপ্রিয় এ সঙ্গীত পরিচালক। ১ আগস্ট মুক্তি পায় তার নতুন গানের মিউজিক ভিডিওটি। গানটিতে মডেল শারলিনা হোসাইনের সঙ্গে তার উপস্থিতি ব্যাপক আলোচনায় উঠে এসেছে।

এই ভিডিওটিতে হাবিবের উপস্থিতি ও গেটআপ আবারও তাকে নিয়ে এসেছে এই আলোচনায়। ‘মনের ঠিকানা’ ইউটিউবে প্রকাশের পরপরই তা লুফে নিয়েছেন হাবিবের ভক্তরা। প্রকাশের পর তিন লাখেরও বেশিবার দেখা হয় এই ভিডিওটি। অত্যন্ত মার্জিত এই ভিডিওটি দর্শকদের মন জয় করেছে ইতিমধ্যেই।

এই গানটি লিখেছেন ঋদ্ধি। সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন হাবিব নিজেই। এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তাহলে আসুন দেখে নেওয়া যাক ওই মিউজিক ভিডিওটি।

দেখুন ভিডিও

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...