দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সেদেশের সাংসদ ফজিয়া এজাজ খান সংসদের দাঁড়িয়ে বলেছেন, ‘নিজেকে পাকিস্তানি বলতে লজ্জা করে’।
বুরহান ওয়ানির পোস্টার লাগিয়ে ট্রেন চালানো হোক বা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদদের জামাই আদর করে রাখাই হোক, পাকিস্তান যে উন্নয়ন দিক হতে পিছিয়েই রয়েছে, সেটি আরও একবার উঠে এসেছে। এবার তাদের এক সাংসদের মুখ হতেই উঠে সেই কথা। পাকিস্তানের সাংসদ ফজিয়া এজাজ খান স্পষ্ট ভাষায় জানালেন, প্রতিদিনের খাবারের জন্য ন্যূনতম যোগানটুকুও নেই সেখানকার ৯৮ % মানুষের!
তিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানালেন, নিজেকে পাকিস্তানি বলতে তাঁর লজ্জা বোধ হয়। ইসলাম কখনও হিংসা করার শিক্ষা দেয় না। মানুষের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, সেই শিক্ষা ইসলাম সব সময় দেয় বলেও মন্তব্য করেছেন এই সাংসদ।
উল্লেখ্য, গত সোমবার পাকিস্তানের বালোচিস্তানের একটি হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটে। তারপর হতে উঠে আসে নানা প্রশ্ন।
দেখুন ভিডিও