দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাশকতার ৫টি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।