দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ খৃস্টাব্দ, ৮ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ, ১৮ জিলকদ ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ছবিটি দেখে হয়তো এই প্রজন্মের সন্তানরা চিনতেই পারবেন না। এটি বাবুই পাখির বাসা। এক চমৎকার কারুকার্য।
আমরা ছোটবেলায় দেখেছি বাবুই পাখির বাসা। একটা একটা করে টুকরো নিয়ে এসে তৈরি করে বাসা। এক নিখুঁত বাসা। যা একজন মানুষও মনে হয় এতো নিখুঁতভাবে তৈরি করতে পারবেন না। এসব বাসা বাঁধা হয় তালগাছের উঁচু স্থানে। সত্যিই চমৎকার সেই বুনুনি। যেনো ছোট্ট ওই বাবুই পাখির ঠোঁটে এক অসাধারণ কারুকার্য। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ছবি : anupsadi.blogspot.com এর সৌজন্যে।