দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥সবচে মধুর ডাক ‘মা‘, বিশ্বের সবচে ক্ষুদ্রতম শব্দও ‘মা‘। আর সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক, জগতের সব রীতি-নীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক উপরে | ১৩ মে বিশ্বব্যাপী উদযাপিত হলো মা দিবস! সবাই যখন নিজের মাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে ফুল, চকলেট, বই এবং বিভিন্ন উপহার দিয়ে মা দিবস উদযাপন করছে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স শহরে মা দিবসের এক র্যালিতে সাত ‘মা’সহ গুলিবিদ্ধ হয়েছে ১৯ জন।
আব্দুল আজিজ নামে এক আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীর প্রত্যক্ষ বয়ানে জানা যায় তিনি ছাড়া তার আশেপাশের প্রত্যেকই গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ।নিউ অরলিন্সের ফ্রেঞ্চম্যান স্ট্রিট ও নথ ভিলারি স্ট্রিটের কাছে র্যালিটি পৌঁছানো মাত্র অস্ত্রধারীরা গুলি করতে শুরু করে। এ সময় সাধারণ মানুষ ভয়ে পালাতে শুরু করে ।
নিউ অরলিন্সের মেয়র মিচ ল্যান্ড্রিয়েচো বলেন, এ ধরনের ঘটনার সমুচিত জবাব দেওয়া হবে। হামলাকারীদের গ্রেফতারে আমরা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করছি। শত শত লোক রাস্তায় ছিলেন- কেউ না কেউ জানেন কে বা কারা এ কাজ করেছে।
পুলিশ জানায়, গুলি করার পরপরই তিন ব্যক্তিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এ ঘটনা সংঘটিত হয়। অস্ত্রধারীদের মধ্যে পুলিশের সন্দেহের তালিকায় ১৮ থেকে ২২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবকও রয়েছেন। কৃষ্ণাঙ্গ যুবকের পড়নে সাদা টি শার্ট ও নীল জিনস ছিল।
ঘটনার কারণ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কাউকে গ্রেফতার করা যায়নি।
মা দিবসে নিউ অর্লিয়ন্সে প্রতিবছর বিশেষ র্যালির আয়োজন করা হয়। ক্লাউন এবং ব্যান্ড পার্টি সমৃদ্ধ জাঁকজমক এই র্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়।
তথ্যসূত্রঃ নয়াদিগন্ত