The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পশ্চিমবঙ্গ এখন থেকে বাংলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে করা হয়েছে বাংলা। দেশটির রাজ্যের বিধানসভায় এই বিষয়ের প্রস্তাবটি পাস করা হয়েছে।

West Bengali From now Bangli

বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের পক্ষে ভোট পড়েছে ১৮৯ ও বিপক্ষে মাত্র ৩১ ভোট। পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা’কে হিন্দিতে ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে বলা হবে ‘বেঙ্গল’। এই প্রস্তাবও বিধানসভায় পাস করা হয়েছে।

আজ নয়, স্বাধীনতার পর হতে পদ্মার ওপারের সবুজ শ্যামল বঙ্গভূমির পরিচয় ছিল পশ্চিমবঙ্গ। আর ইংরেজিতে বলা হতো ওয়েস্ট বেঙ্গল। দীর্ঘদিন পর এই নাম পরিবর্তনের জন্য বিধানসভায় প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই রাজ্যের নতুন নামকরণ করা হয়েছে ‘বঙ্গ বা বাংলা’।

উল্লেখ্য, ইতিপূর্বেও পশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়। বাংলায় পশ্চিমবঙ্গ ও ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল এই দুই রকম নাম না রেখে রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ করা হোক এমন একটি প্রস্তাব করা হয়েছিল। সে সময় এই প্রস্তাবটি পাস হয়নি। তবে দীর্ঘদিনের সেই প্রস্তাবটি নতুনভাবে পাস করে এবার নতুন নাম পেল পশ্চিমবঙ্গ। তাই এখন থেকে পশ্চিমবঙ্গকে ডাকা হবে ‘বাংলা’ নামে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...