দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সেইসঙ্গে আজ (রবিবার) সারাদেশে ও বিদেশে গায়েবানা জানাজা এবং মঙ্গলবার দেশব্যাপী দোয়া কর্মসূচির ঘোষণা দিয়েছে এই দলটি।
ফাঁসি কার্যকরের পর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ হতে এম আলমের স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।