দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক পকেটমার দেখেছি। তারা নীরবে যে কারও পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নেয়। তবে আজ দেখুন সিসি ক্যামেরায় ভীত এক পকেটমারের কাণ্ড!
আমরা জানি বিভিন্ন উপায়ে পকেট কাটেন পকেটমাররা। পকেট কাটতে গিয়ে অনেকে আবার ধরা পড়ে গণধোলাই খেয়ে হাসপাতোলে ভর্তি হন। এরকম কাণ্ডই হয় সাধারণতভাবে।
তবে এই ডিজিটাল যুগে পকেটমারও যেনো ডিজিটাল পকেটমারে পরিণত হয়েছে। সিটি ক্যামেরায় দেখা গেলো পকেটমার টাকা হাতিয়ে নিয়েও সিসি ক্যামেরা দেখে যা করলেন তা দেখলে আপনিও বিস্মিত হবেন।
দেখুন ডিজিটাল পকেটমারের সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=9Bd3o0ovkJg