দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করেই বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। গতকাল (বুধবার) রাতে পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী কোনালের বিয়ে হয়েছে সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া। বর্তমান সময়ের অন্যতম বিনোদন সাংবাদিক তিনি।
তাদের বিয়ের কথাবার্তা চলছিল দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত কোনালের বাবার আগ্রহে বিয়েটা তরান্বিত হলো। এর কারণ হলো আগামীকাল কুয়েতে চলে যাবেন তিনি। তার আগেই বিয়েটা করতে হবে বলে বাবাকে কথা দিয়েছিলেন কোনাল। সেই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তাদের বাসায় আসে জিয়ার পরিবার। পাকাপোক্ত কথাবার্তা সারতে এসে একেবারে শুভ কাজটাই সম্পন্ন করা হয়।
সাংবাদিক জিয়া জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বিয়েটা এতো দ্রুত ঘটে গেছে, কারও সঙ্গে যোগাযোগ করার সময় হয়নি। কোনালের সঙ্গে বাকি জীবনটা কাটাবো বলেই ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। সকলে আমাদের নতুন জীবনের জন্য দোওয়া করবেন।’