দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মিরপুরের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ২৮০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধে খেলতে নেমে বাংলাদেশ করেছে ৮ ইউকেটে ২৭৯ রান। আফগানিস্তানকে টার্গেট দিয়েছে ২৮০ রানের। বাংলাদশে আজ খুব ভালো খেলেছে। যদিও শেষের ওভারগুলোতে ইউকেটের পতন ঘটায় রান কমে যায়। তবুও ২৮০ রানের টার্গেট দিয়ে আফগানিস্তানকে বেশ বড় চ্যালেঞ্জ দিয়েছে বাংলার টাইগাররা। এখন দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ালে বোঝা যাবে কি হয়।
বাংলাদেশ দলের জন্য আগাম শুভেচ্ছা।