দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের পর এবার যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য রূপা হক। রূপার আদি বাড়ি পাবনায়।
গত বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাঁকে এই নতুন পদে নিয়োগ দেন। রূপা স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক ছায়ামন্ত্রী ডায়ান অ্যাবোটের নেতৃত্বে কাজ করবেন বলে জানা গেছে।
ইতিপূর্বে অপর বাংলাদেশী বংশোদ্ভূত আরেক সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক শিক্ষাবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টিউলিপ প্রথম বাঙালি নারী, যিনি মে ২০১০ সালে ক্যামডিন কাউন্সিলে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন।
যুক্তরাজ্যের বর্তমান সংসদে বাংলাদেশী বংশোদ্ভূত তিন সংসদ সদস্যের আরেকজন হলেন রুশনারা আলী। রুশনারা ব্রিটিশ সরকারের বাংলাদেশবিষয়ক বিশেষ বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনরত। এঁরা তিনজনই লেবার পার্টির সংসদ সদস্য।
অপরদিকে রূপা হক ২০১৫ সালে লন্ডনের ‘ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন’ আসন হতে ২২ হাজার ২০০ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় সংসদ সদস্যদের বিদ্রোহের কারণে সম্প্রতি নতুন করে নেতৃত্বে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় লেবার নেতা জেরেমি করবিনকে। তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় নেতৃত্বে ফেরা করবিন নতুন করে তাঁর ছায়া মন্ত্রিপরিষদ গঠন করেছেন।
ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রূপা হক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘স্বরাষ্ট্রবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে লেবার পার্টির অগ্রগামী দলে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। ক্ষমতাসীন টোরি সরকারকে চাপের মধ্যে রাখতে আমাদের অনেক কাজ করতে হবে।’
উল্লেখ্য, রূপা হকের আদি বাড়ি পাবনা শহরস্থ মকছেদপুরে।