দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম আমাজন নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার। এই রহস্যময় আমাজনের নিচে আরও একটি নদী!
এই রহস্যময় আমাজনের ইতিহাস হলো, বর্ষা মৌসুমে এই আমাজন নদীর প্রস্থ ১৯০ কিলোমিটার বা ১২০ মাইল পর্যন্তও হয়ে যায়।
সম্প্রতি বিজ্ঞানীরা আমাজন নদীর নীচে আরও একটি নতুন নদীর সন্ধান পেয়েছেন। প্রস্থে নাকি সেটি আমাজনের চেয়েও দ্বিগুণ বড়! প্রকৃতির অন্যতম বিস্ময় আমাজন অববাহিকা এবং তার আশপাশের এলাকাসমূহ। কতোরকম বিস্ময় যে এর অতলে লুকিয়ে রয়েছে তা কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আমাজন অববাহিকা পৃথিবীর অন্যতম বড় এবং অনন্য হিসেবে সমগ্রবিশ্বে পরিচিত।
আমাজন বিস্তৃত ৭০ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। তবে এর বেশিরভাগটাই এখনও অজানায় রয়ে গেছে। যেমন একজন ব্রাজিলীয় বিজ্ঞানী আমাজন অববাহিকার নীচে একটি নতুন নদীর সন্ধান পেলেন।
ওই বিজ্ঞানী জানিয়েছেন, আমাজন অববাহিকায় নদীর ৪ কিলোমিটার গভীরে নতুন এই নদীটি বহমান। নদীটির নাম রিও হামজা। বিজ্ঞানীরা বলেছেন, আমাজন নদী যতোটা দীর্ঘ এটিও দৈর্ঘ্যে ততোটাই বড়। তবে প্রস্থে এটি আমাজনের চেয়েও অনেক বেশি বিস্তৃত!
আমাজন ও রিও হামজা দুটি নদীই প্রায় ৬ হাজার কিলোমিটার এলাকা জুড়ে পশ্চিম হতে পূর্ব দিকে বয়ে চলেছে। তবে যেখানে আমাজন নদী প্রস্থে ১ কিলোমিটার হতে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেখানে হামজা নদী ২০০ কিমি হতে ৪০০ কিমি পর্যন্ত বিস্তৃত। দুটি নদীই উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে।
বলা হয়েছে, আমাজন নদীর পানির গতিবেগ অনেক বেশি। প্রচুর বেশি পরিমাণে পানি বহন করে উপরের আমাজন। সেখানে নীচের রিও হামজার পানির বেগ অনেকটা স্থবির, শান্ত প্রকৃতির। কয়েকবছর ধরে এই এটি নিয়ে অনেক গবেষণার পর নদীটির অস্তিত্ব পান বিজ্ঞানীরা।