The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জাপানে হঠাৎ দেবে গেছে একটি মহাসড়ক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানের ফুকুয়োকা শহরে গত মঙ্গলবার ভোরে হঠাৎ করে রাজপথের একটি অংশ মাটিতে দেবে গিয়ে বিশাল এক গর্তের সৃষ্টি করেছে।

japan-highway-destroyed

বিবিসির খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োশুর ব্যস্ত শহর ফুকুয়োকার হাকাতা স্টেশনের নিকটে মঙ্গলবার ভোর ৫টার দিকে হঠাৎ করেই রাজপথের একটি অংশ দেবে প্রায় ৩০ মিটার গর্তের সৃষ্টি করে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও রাস্তার নিচের বিদ্যুৎ, গ্যাস এবং পানির সরবরাহ লাইন ভেঙ্গে গেছে বলে জানা গেছে।

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম নিপ্পন হসো কিয়কাই (এনএইচকে) বলেছে, এই ঘটনার পর বিদ্যুৎ না থাকায় এক বৃদ্ধা সিঁড়ি হতে পা পিছলে পড়ে আহত হওয়ার খবর ছাড়া অন্য কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থলের কাছেই একটি পাতাল রেল লাইনের কাজ চলছিল। বিশেষজ্ঞদের ধারণা সে কারণেই ভূমিধসে মহাসড়কটি হয়তো দেবে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...