দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গত দু’দিন ধরে চলছে নানা বিশ্লেষণ। ট্রাম্প জয়ী হওয়ায় হতবাক পুরো বিশ্ব। এমন এক পরিস্থিতিতে নতুন খবর হলো হিলারির প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নাকি এখনও রয়েছে!
পপুলার হয়েও এবং বারংবার জরিপে এগিয়ে থেকেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় বরণ করলেন হিলারি ক্লিনটন। নিজেদের শক্ত ঘাঁটিতে জয় পেলেও তিনি মূল ব্যাটলগ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন হিলারি। হিলারির হারের পর ভাঙনের সুর বাজছে আমেরিকায়।
প্রথমে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি আমেরিকা হতে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এই রাজ্যে হিলারি জয়ী হয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার জনগণের দাবি হলো, তাদের আশা-আকাঙ্খার সঙ্গে অন্য অঙ্গরাজ্যেগুলোর কোনোই মিল নেই। তাই আমেরিকা হতে বেরিয়ে যাবে তারা। ক্যালিফোর্নিয়ার এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্য অঙ্গরাজ্যগুলিতেও।
হিলারি সমর্থকরা বলেছেন, তারা ট্রাম্পকে কিছুতেই প্রেসিডেন্ট মানতে পারবেন না। হেরে গিয়ে খুব স্বাভাবিকভাবেই সমর্থকদের চেয়ে কম কষ্ট পাননি হিলারি ক্লিনটন। তারা বলেছেন, এই হার তাকে দীর্ঘদিন ধরে বেদনা দেবে। যদিও হিলারি সমর্থকদের প্রতি ট্রাম্পকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট লিখেছে, হিলারির মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা এখনও একেবারে শেষ হয়ে যায়নি। এখনও একটি উপায় রয়েছে। আর সেই উপায়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করতে পারেন। তবে সে উপায়টি বেশ জটিল। এই পদ্ধতিতে সুযোগ থাকলেও খুব কমই এই পদ্ধতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এই বিকল্প উপায়টি হলো- আমেরিকার সংবিধান অনুযায়ী ইলেক্টরাল কলেজের নির্বাচিত ইলেক্টররাই সত্যিকারভাবে ভোটার যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করেন। এ বছর তারা ১৯ ডিসেম্বর তার নিজ নিজ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কাওকে ভোট দেওয়ার জন্য তারা বাধ্য নন। এসব ইলেক্টররা চাইলেই একাট্টা হয়ে হিলারিকে প্রেসিডেন্টের আসনে এখনও বসাতে পারেন!