দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুতুল কী কখনও কথা বলে? হয়তো বলতে পারেন এমন প্রশ্ন কেনো? আপনি কী ভুলে গেছেন সেই জ্যান্ত পুতুল জেনিফারের কথা। ওয়েব দুনিয়ায় সত্যিই আজ সফল জেনিফার!
চোখে দেখেও আপনার বিশ্বাস হবে না। হ্যাঁ, এমনই পুতুলের মতো সুইডেনের এই কন্যা! তার নাম জেনিফার জ্যাকসন। বয়স? গল্পটি আজকের নয়। দীর্ঘদিন ধরে জেনিফার জ্যাকসনের কথা পত্র-পত্রিকায় এসেছে। আমরাও এমন খবর করেছি জেনিফার জ্যাকসনকে নিয়ে। কিন্তু সেই জেনিফার এখন কেমন আছেন। কেমন চলছে তার সেই পুতুল কাহিনী? তিনি এখন ওয়েব দুনিয়ায় এক জনপ্রিয় জ্যান্ত পুতুল।
জেনিফার জ্যাকসনের বয়স বেশি নয় মাত্র তেইশ। তবে কী করেছেন এই কন্যে? খেয়ালবসত: পাখনায় ভর করে আপাদমস্তক নিজেকে বদলে ফেলেছেন। এক কথায় জ্যান্ত পুতুল! তবে এই পুতুল কথা বলে, নড়েচড়ে, শপিংও করে অনলাইনে। তার জনপ্রিয়তা এতো যে, বাড়ি হতে বেরোনো প্রায় দুষ্কর ব্যাপার!
জেনিফার জ্যাকসনের দীর্ঘদিনের সেই শখ পূরণ হয়েছে। এখন শুধু শহরে নয়, ওয়েব দুনিয়ায় জেনিফারের নাম রন্ধে রন্ধে ছেয়ে গেছে। জেনিফার এখন সত্যিই সার্থক এক মানুষ। তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন। এখন সবাই তাকে দেখতে আসেন। তার কাহিনী যখন প্রথম মাস দুই আগে প্রকাশ পায়, তখন তিনি বুঝতেও পারেননি যে তিনি রাতারাতি ওয়েব দুনিয়ায় এক তারকা হয়ে যাবেন। শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি তাই হয়েছেনও! এখন তাকে সবাই চেনে। দুনিয়া জোড়া এখন জ্যান্ত মানুষ পুতুলের তালিকায় রয়েছেন জেনিফার। তিনি আজ সত্যিই সফল।