The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এই মেয়েটি মানুষ নাকি পুতুল? [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই মেয়েটি আসলে মানুষ, নাকি পুতুল? ভালো করে ছবিটি দেখলে বুঝতে পারবেন বছর ১৬-র এক ফুটফুটে জাপানি কন্যে এটি!

These are women or dolls

দেখে মনে হচ্ছে ফুটফুটে এই জাপানি কন্যে পোশাক পরে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত। তার ঠোঁটে লেগে রয়েছে হালকা হাসি। মেয়েটির নাম সায়া। কিন্তু ওকি আসলে মানুষ? নাকি অন্যকিছু। গত কয়েকদিন ধরে এই খবরটি সংবাদ মাধ্যমের শিরোনাম।

সম্পতি জাপানের টোকিওর এক দম্পতি ‘কম্পিউটার জেনারেটেড ইমেজারি’র মাধ্যমে তৈরি করেছে এই সায়াকে। আর তাই সে পুতুল। এতটাই নিখুঁত করে তাকে গড়ে তোলা হয়েছে যে, তাকে দেখে বোঝার কোনও উপায় নেই যে সায়ার দেহ আসলে প্রাণহীন।

জাপানের টোকিওর ওই দম্পতি টেরুইকি ও ইউকি ইসিকায়া পেশায় থ্রিডি শিল্পী। কাজের অবসরে তারা তৈরি করেছেন সায়াকে।

এই দম্পতি জানিয়েছেন, স্কিণ টেক্সচার তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ ছিল। কেবল চুলটা নাকি আসলের মতো হয়নি। আর তাই চুলের কাজ পছন্দ হয়নি তাদের। যদিও তাদের এমন সৃষ্টি দেখে সত্যিই তাক লেগেছে গোটা বিশ্বের। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দাঁড়িয়েছে সায়ার ছবি।

দেখুন সায়ার ভিডিও

Loading...