দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ৫ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বাংলাদেশের এক ব্যতিক্রমি পাখি হলো এই চখাচখি পাখি। দেখতে বড়ই সুন্দর এই পাখিটি। বাংলাদেশের একটি ঐতিহাসিক পাখি এটি।
চখাচখি পাখির বৈজ্ঞানিক নাম: Tadorna ferruginea ইংরেজি নাম: Ruddy Shelduck, এক প্রজাতির দারুচিনি রঙের বড় আকারের হাঁস। চখাচখির বৈজ্ঞানিক নামের অর্থ মরচে-রঙ চখাচখি।
গোটা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। যা প্রায় ৮৪ লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশংকাজনক পর্যায়ে পৌঁছায়নি।
শীতে বাংলাদেশে এই পাখি পরিযায়ী হয়ে আসে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। সমগ্র পৃথিবীতে আনুমানিক ১ লাখ ৭০ হাজার হতে ২ লাখ ২০ হাজার চখাচখি রয়েছে।
চখাচখি বলতে আসলে একটিমাত্র হাঁসকে বোঝায় না, বরং এক জোড়া হাঁসকে বোঝানো হয়। জোড়ার পুরুষ হাঁসটিকে চখা আর স্ত্রী হাঁসটিকে চখি নামে ডাকা হয়ে থাকে। চখাচখি সবসময় জোড়ায় জোড়ায় থাকে আর জোড়ের বন্ধন খুবই শক্ত। একারণেই এদের এমন নাম চখাচখি।
ছবি: Wonderful Bangladesh ও তথ্য: https://wonderfulbangladesh.net এর সৌজন্য।