দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপনের ধরনও পরিবর্তন হচ্ছে। এবার এমন একটি স্ক্রিণ আবিষ্কার করা হয়েছে যে, ক্রেতার চাহনি দেখেই স্ক্রিণ বুঝতে পারবে ওই ক্রেতার কি দরকার। আর তাই সেই মোতাবেক বিজ্ঞাপন চলে আসবে স্ক্রিণে!
শপিং মলে কোন জিনিস ক্রেতার চোখ টানে খেয়াল রাখতে পারবে বিজ্ঞাপন ব্যবস্থা। এ জন্য ক্যামেরায় ক্রেতার চোখ ও মুখের নড়াচড়া ধারণ করে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সফটওয়্যারে। এরপর সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার হতে থাকবে শপিং মলের স্ক্রিনে। নতুন এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষক দল বিবিসিকে জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি মলগুলোতে ব্যবহার করা যাবে। চোখ নাড়িয়ে স্ক্রিন-কন্টেন্ট বদলানোর সুযোগও থাকবে এতে।
গবেষক দলের সদস্য আন্দ্রেয়াস বুলিং জানান, ‘স্ক্রিনের কাছে সাধারণ একটা ক্যামেরা বসিয়েই প্রযুক্তিটি কার্যকর করা যাবে। এর জন্য বাড়তি যন্ত্রপাতি লাগবে না।’
সূত্র : বিবিসি অবলম্বনে দৈনিক কালের কণ্ঠ।