দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা মানুষের সঙ্গে মানুষের লড়াই দেখেছি। কিন্তু তাই বলে চিতার সঙ্গে লড়াই? তবে এবার সত্যিই তাই ঘটেছে। এবার দেখুন মানুষের সঙ্গে চিতার লড়াই ভিডিওতে!
ঘটনাটি শুধুমাত্র ছবিতে নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের গুরগাঁওয়ে। একেবারে যেনো যমে-মানুষে টানাটানি। রীতিমতো টানটান ৩ ঘণ্টার এক থ্রিলার! সিনেমার চিত্রনাট্যকেও যেনো হার মানিয়েছে। ঘটনাটি ২৪ নভেম্বর ভোরে ভারতের গুরগাঁওয়ের ঘটনা। ওই গ্রামের এক ঘরের খাটিয়ার নিচে হঠাৎ নজরে পড়লো এক চিতাবাঘ। আতংকিত মানুষের চিৎকারে ওই চিতাটি এক ঘর হতে অন্য ঘরে ছুটতে থাকে। চিতার ভয়ে গোটা গ্রামের মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। অপরদিকে মানুষের ঘরে বন্দি চিতাটিও। মোবাইলের যুগ হওয়ায় এই খবর একেবারে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রায় হাজার-দেড়েক হাজার মানুষ চিতা বাঘটিকে দেখতে ছুটে আসেন ওই বাড়িতে। মানুষের সাহসও বেড়ে যায়। বাঁশ, লাঠি, কুড়াল নিয়ে মানুষ চিতাটিকে ধরতে যোগ দেয় আসরে। বাঁশ, ঢিল ছোঁড়া শুরু হয় চিতাটিকে। চিতাটিও বারবার খোঁচা খেয়ে যেনো আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষের দিকে তেড়ে পাঁচিলের ওপর উঠে যায় ওই চিতাটি। তবে ৩ ঘণ্টার টানটান লড়াইয়ের পর চিতাটিকে শেষ পর্যন্ত মেরে ফেলে গ্রামবাসী।
প্রথমে জালে ধরা হয়, তারপর চিতাটিকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। পুলিশ, বনকর্মীদের উপস্থিতিতেই পুরো ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ-বনকর্মীরা এতো পরে ঘটনাস্থলে আসেন যে, তখন পুরো ঘটনায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই ঘটনায় ৯ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। তবে ওই চিতার আক্রমণে দুই ব্যক্তির হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
দেখুন সেই ভিডিওটি
This post was last modified on নভেম্বর ২৫, ২০১৬ 6:35 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…