দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি একের পর এক অভিনয় করছেন নানা চরিত্রে। এবার পরীমনিকে দেখা যাবে পাহাড়ি মেয়ের ভূমিকায়।
কাহিনী ঠিক এমন: সহজ-সরল পাহাড়ি মেয়ে চাঁদনীর (পরীমনি) অভাবের সংসার। ছোট্ট সংসার চলে পাহাড়ে পাহাড়ে লাকড়ি কুড়িয়ে। ঢালিউডের সেই পাহাড়ি মেয়ে চাঁদনীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এই ছবি ‘চাঁদনী’র নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গত সপ্তাহে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই ঢালিউডকন্যা পরীমনি।
জানা গেছে, পরীমনি পাহাড় ভালোবাসেন। সেখানে শুটিং হবে, এটাই তাঁর কাছে অনেক বড় আনন্দের খবর। পরীমনি বলেছেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। পাহাড় আমার কাছে সব সময়ই রোমাঞ্চকর মনে হতো। আশা করি, ওই পরিবেশে মিলেমিশে একাকার হয়ে কাজটি করতে পারবো।’
‘চাঁদনী’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন নতুন নায়ক আসিফ নূর। পরিচালক শামীমুল ইসলাম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে বান্দরবানে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।