দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেম-বিয়ে-সন্তান নানা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা অপু বিশ্বাস। তবে সব জল্পনার অবসান হবে তিনি দেশে ফিরলে। জানুয়ারিতে নাকি দেশে ফিরছেন অপু বিশ্বাস।
গত কয়েক বছর ধরেই ঢাকাই ছবি পাড়ার আকাশে ভেসে বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। বিয়ে করেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র জুটি- সেই খবরও প্রকাশ পেয়েছে বহুবার। তবে মুখ বাঁকা হাসিতে সেসব গুজব বলেই পাশ কাটিয়ে গেছেন শাকিব।
তবে গত কয়েক মাস ধরে অনেক পানি ঘোলা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে। তাদের নিয়ে শোনা যাচ্ছে অনেক গল্প-খবর। তারা নাকি বিয়ে করেছেন লুকিয়ে। অপুর গর্ভে শাকিবের সন্তান। নতুন নায়িকার প্রেমে মজে অপুকে পাশ কাটাতে চাইছেন শাকিব খান। ইত্যাদি ইত্যাদি।
তবে সব খবরে নতুন মোড় আসে চলতি বছরের শুরুতেই অপুর নিরুদ্দেশ হওয়ার পর। অনেকদিন কোনো খোঁজ ছিলো না। তারপর অনুসন্ধানে জানা যায় যে, অপু আছেন ভারতের শিলিগুড়িতে। সেখানে শাকিবের তত্ত্বাবধানেই একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অপু। তার কিছুদিন পর জানা যায় যে, সেখানে এক নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন অপু। এই সন্তানের পিতাও নাকি শাকিব! তবে এসব খবরের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শাকিবও বেশ কিছু গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।
এবার জানা গেছে নতুন এক খবর। আসছে জানুয়ারির শেষদিকে দেশে ফিরছেন নায়িকা অপু বিশ্বাস। এটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে অপুর গ্রামের বাড়ি বগুড়ার একাধিক ঘনিষ্ঠজন। তারা জানিয়েছেন, জানুয়ারি শেষে দেশে পা রাখতে চলেছেন অপু বিশ্বাস। তবে তিনি সন্তান নিয়ে ফিরবেন কিনা সেটা অবশ্য বলা হয়নি। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর মিলেনি কারও কাছ থেকেই। তবে সঠিক উত্তর পেতে হলে অপেক্ষা করা ছাড়া কোনোই গত্যন্তর নেই।