The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দিনাজপুরে এবারের ‘ইত্যাদি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদি’র শুটিং করা হচ্ছে এবার দিনাজপুরে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হয়।

ittadi-and-dinajpur

জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে। দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবি’র সেক্টর হেড কোয়াটারে ১৮ ডিসেম্বর (রবিবার) বিকেল ৫টা ৩০ মিনিট হতে ধারণ শুরু হয়েছে।

ইত্যাদির টিম দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ভিডিও ধারণ শুরু করেছে। ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য এবং বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হচ্ছে। এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...