The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

লেনোভো এবার টু-ইন-ওয়ান পিসি আনছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর টু-ইন-ওয়ান পিসি আনতে চলেছে লেনোভো। এটিতে ১০ দশমিক ১ ইঞ্চি মাপের স্ক্রিণ, টাচনির্ভর হ্যালো কি-বোর্ড ও স্টাইলাস সমর্থন সুবিধা থাকবে।

lenovo-is-bringing-two-in-one-pc

লেনোভো এই টু-ইন-ওয়ান পিসি সম্পর্কে ক্রোম কম্পিউটিং বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জেফ মেরেডিথ তথ্য জানিয়েছেন।

মেরেডিথ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজার ধরার লক্ষ্যে এই ডিভাইস ছাড়া হবে। বর্তমানে চীন, জার্মানি এবং জাপানে ইয়োগা বুকের জনপ্রিয়তা বেশি। এক্ষেত্রে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের মতোই ক্রোম অপারেটিং সিস্টেমের টু-ইন-ওয়ান ডিভাইস বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...