The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আগুন নয় অথচ জ্বলছে ! ভৌতিক এক রহস্যময় আলো সম্পর্কে জানুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবিরামভাবে জ্বলছে আগুন। কিন্তু সেটি নাকি আগুন নয়! তাহলে কী? ভৌতিক ওই রহস্যময় আলো সম্পর্কে জানুন।

mysterious-ghostly-light

আপনি যদি ঝড়ের সময় জানালার বাইরে তাকান। তাহলে দেখতে পাবেন দূরে ল্যাম্পপোস্টে নীল আগুন জ্বলছে। আপনি হয়তো আগুন ভেবে ফায়ার বিগ্রেডকে ফোন করে জানাবেন। তবে পরক্ষণেই যদি লক্ষ করেন, তাহলে দেখবেন আসলে আগুনটা জ্বলছে না আবার পানির ঝাপটায় নিভেও যাচ্ছে না তখন হয়তো আপনি ভয় পেয়ে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করবেন। তবে ভয় না পেয়ে শান্ত হোন। আপনি যা দেখছেন তা হলো সেন্ট এলমোর আগুন!

আসলে সেন্ট এলমোর আগুন একটি প্রাকৃতিক ঘটনামাত্র। যা ঘটে থাকে বৈদ্যুতিক শক্তির কারণে। এটা দেখতে গেলে মনে হবে আলো জ্বলছে, তবে আসলে তা নয়। গোল আলোর মতো দেখতে এই বলগুলো আগুন নয়।

সাগরে জাহাজ চালনার সময় নাবিকরা প্রায়ই এই ধরনের আলো দেখতে পান। মাস্তুলে জ্বল জ্বল করতে থাকা এই আলো যে আগুন নয়, তা মনে রাখতে হয় তাদেরকে। নেপোলিয়ান, কলম্বাসসহ এমন অনেক বিখ্যাত নাবিক এই আলোর দেখা পেয়েছেন সমুদ্রযাত্রায়। এই সময় মাথা ঠাণ্ডা রাখা খুবই কঠিন, কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে জ্বলছে মাস্তুল, আসলে তা নয়।

মধ্যযুগে ইউরোপিয়ানরা সমুদ্রে কিংবা ঝড়ো আবহাওয়ায় ভৌতিক এই আলো দেখে তারা ভাবতেন এটি সেন্ট এলমোর প্রতিশ্রুত উপহার। এই সেন্ট এলমো নাবিকদের পবিত্র সাধু। কথিত রয়েছে তিনি নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঈশ্বরের কাছে নাবিকদের জন্য দোওয়া চাইবেন আর তখনই নাকি জ্বলে উঠবে এই আলো।

তবে বিজ্ঞানের উৎকর্ষের কারণে আজ আমরা সবাই জানি যে, এই আলো সম্পূর্ণ প্রাকৃতিক এক আলো। মূলত ইলেকট্রনের ঘর্ষণের কারণে এই আলো তৈরি হয়ে থাকে বলে বিজ্ঞানীরা বলে থাকেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali