দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টঙ্গীর তুরাগের তীরে কঠোর নিরাপত্তা, ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও ব্যাপক ধর্মীয় উদ্দীপনায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম পর্বের আখেরি মোনাজাত।
গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৬ দিনব্যাপী বিশ্ব ইজতেমার মধ্যে ৩ দিনের প্রথম পর্ব। রাজধানী ঢাকার উপকন্ঠ টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার প্রথমদিনে গত শুক্রবার অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম জুমার জামাত।
ইজতেমায় আসছেন লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়ক পথ, নৌপথসহ বিভিন্ন যানবাহন ও অনেকে পায়ে হেঁটে শরিক হচ্ছেন এই বৃহত্তম জামাতে।
বিশ্বে ৯৩টি দেশের প্রায় ১২ হাজার প্রতিনিধিসহ দেশের লাখ লাখ মুসল্লি স্বাচ্ছন্দ্যে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন। এবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন আগত মুসল্লিরা।
আজ দুপুরের পূর্বে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ হিসেবে খ্যাত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। তারপর ৪ দিন বিরতি দিয়ে পুনরায় ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব মুসলিম জাহানের মিলন মেলা বিশ্ব ইজতেমার ৫২তম আসর।
ফজরের নামাজের পর থেকেই সর্বস্তরের মুসলমানরা টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে ইজতেমা মাঠের দিকে ছুটতে দেখা গেছে। মুসল্লিরা মোনাজাতে অংশ নেবেন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হবে তুরাগ তীর।