দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘মেয়েটি এখন কোথায় যাবে’ অবলম্বনে নির্মিত নাদের চৌধুরীর এই চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস হতে নির্মাণ করেছেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রটি। সম্প্রতি এই ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জলি ও শাহরিয়াজ। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ট্রেলার দেখেই প্রচুর প্রশংসা এসেছে।
জানা যায়, ‘নিয়তি’ মুক্তির কয়েক মাস পর ‘মেয়েটি এখন কোথায় যাবে’র শুটিংয়ে ফেরেন জলি। তিনি বলেছেন, ‘আমার এবারের ছবিতে অভিনয় করার প্রচুর সুযোগ ছিল। আমি এই ব্যাপারগুলো বেশ চ্যালেঞ্জ হিসেবে নিই।’ ‘অঙ্গার’ নিয়ে অভিষেক হওয়া চিত্রনায়িকা জলি আরও বলেন, ‘আমার নিজের প্রতিই আমার এই চ্যালেঞ্জ। যাতে আমাকে কেও সরাতে না পারেন।’ জলি জানান, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে জলির চরিত্রের নাম কৃষ্ণকলি।
জলির অভিনয় দেখা গেছে নিজেকে ভেঙে বৈচিত্র্য এনেছেন এই অভিনেত্রী। হিট নায়িকার তকমা এখনও না পেলেও জলিকে আলোচনায় ফেরাবে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ তাতে সন্দেহ নেই। এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলা চলচ্চিত্রপ্রেমীরা লিখেছেন, ‘গল্পটা ভালো হবে মনে হচ্ছে, আমরা যারা বাংলা সিনেমা ভালোবাসি সবার উচিত পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটি দেখা।’
দেখুন ট্রেলার