The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সৈকতে ভেসে এসেছে এক অদ্ভুত প্রাণীর মৃতদেহ!

প্রাণীটি দেখতে অনেকটা অতিরিক্ত বড় হয়ে যাওয়া চীনের শি জু প্রজাতির লোমশ কুকুরের মতোই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ সৈকতে ভেসে এসেছে এক অদ্ভুত প্রাণীর মৃতদেহ! এক সৈকতে বিশাল আকারের লোমশ একটি প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে ফিলিপাইনের সমুদ্র সৈকতে!

সৈকতে ভেসে এসেছে এক অদ্ভুত প্রাণীর মৃতদেহ! 1

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সম্প্রতি স্থানীয় লোকজন সাদা রঙের অজ্ঞাত ওই প্রাণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে এসব ছবি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবরও প্রকাশ করা হয়।

স্থানীয়রা বলছেন, প্রাণীটি দেখতে অনেকটা অতিরিক্ত বড় হয়ে যাওয়া চীনের শি জু প্রজাতির লোমশ কুকুরের মতোই। আবার কেও কেও এটিকে অ্যানিমেটেড টিভি সিরিজ অ্যাভাটারের কাল্পনিক পশু ‘আপ্পার’ সঙ্গেও তুলনা করেছেন!

প্রাণীটির ভেসে আসার খবর পাওয়ার পর ফিলিপাইনের দিনাগাট দ্বীপপুঞ্জের কাগদাইনাও সৈকতে মানুষের ভিড় পড়ে গেছে। স্থানীয় উৎসুক লোকজন প্রাণিটিকে শনাক্ত করার চেষ্টা করছেন। আবার অনেকেই মৃতদেহের সঙ্গে সেলফি তুলছেন। সব মিলিয়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই অজ্ঞাত প্রাণীটিকে নিয়ে।

ওয়েবসাইট ইনকুইরারডটনেট-এর খবরে বলা হয়েছে, কাগদাইনাও পৌর কৃষি কার্যালয়ের কর্মকর্তা সুফেনিয়া চুয়া বলেছেন, ১৫ ফুট দৈর্ঘ্যের এই মৃতদেহটি সি-কাউয়ের। তবে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বিজ্ঞানীরা বলছেন, এটি সাগরের অদ্ভুত কিছু দৈত্যকার প্রাণীর মৃতদেহ নয়, এটা একটি তিমি মাছের মৃতদেহ। অতিরিক্ত পচে বিকৃত হয়ে যাওয়ায় এটিকে অদ্ভুত প্রাণি বলেই মনে হচ্ছে।

তবে বিজ্ঞানীদের এমন মতামত দেওয়ার পরও উৎসুক জনতা সেলফি তোলা কিংবা এটি নিয়ে জল্পনাকল্পনা হতে বিরত হচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদেহটির ছবি ভাইরাল হয়ে পড়েছে।

সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, সম্প্রতি এক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সমুদ্রে বেশ কয়েকটি অপরিচিত প্রাণীর মৃতদেহ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জের সৈকতে ভেসে আসে- এটি তাদের মধ্যে একটি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...