দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উত্তর কোরীয় নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পিয়ংইয়ংকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।
মালয়েশিয়ায় কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম নিহত হওয়ায় তাদেরকে দোষারোপ করা প্রসঙ্গে তিনি এই হুঁশিয়ারি দিলেন। এতে বলা হয় যে, এই হত্যা ষড়যন্ত্রে তাদেরকে জড়ানো হচ্ছে, যা দুইদেশের সম্পর্কে কখনও ভালো ফলাফল বয়ে আনবে না।
সম্প্রতি মালয়েশীয় বিমানবন্দরে কিম জং ন্যামকে (৪৫) ভি এক্স নার্ভ এজেন্ট প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সন্দেহ উত্তর কোরিয়ার দিকে প্রশমিত হচ্ছে। এর কারণ হিসাবে অভিযোগ উঠেছে যে, ন্যামকে হত্যার মাধ্যমে কিম জং উন তার গদিকে সক্রিয় করতে চেয়েছেন। এই বিষয়গুলো নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যখন মালয়েশিয়ার সম্পর্কের টানাপড়েন চলছে ঠিক তখন এর মদদদাতা হিসাবে যুক্তরাষ্ট্রকে দূষলো পিয়ংইয়ং। এ কারণেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন কিম জং উন।