দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেও যে ব্যক্তিটি তার নিজের এই বড় কৃতিত্বটি দেখে যেতে পারেননি সেই মোহাম্মদ খালেদ হোসেনের লাশ সরকারি উদ্যোগে দেশে আনার আশ্বাস পেয়েছেন তার পরিবারবর্গ।
সংবাদ মাধ্যমে তার পরিবারের আকুল আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডা: দিপু মনি এই আশ্বাস দিয়েছেন বলে খালেদ হোসেনের পরিবারবর্গ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। তারা মনে করেন একমাত্র সরকারি উদ্যোগেই এটি করা সম্ভব। তাই সরকারের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়ে অতিশীঘ্র খালেদ হোসেনের লাশ দেশে আনার আশায় রয়েছেন তাঁর পরিবারবর্গ।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় চেষ্টার পর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেও তা উদযাপন করতে পারেননি বাংলাদেশের পর্বতারোহী মোহাম্মদ খালেদ হোসেন (৩৫), গত ২০ মে সকালে এভারেস্ট জয়ের পর ফেরার পথে নিজের তাঁবুতেই তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জের ছেলে খালেদ হোসেনের মৃত্যুতে দেশ হারাল এক তরুণ নির্মাতা ও সাহসী পবর্তারোহীকে।