দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখে শ্রোতাদের মাঝে পঞ্চম একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
নিয়মিত একক, মিক্সড অ্যালবাম ও চলচ্চিত্রে প্লেব্যাক করে আসছেন বর্তমান সময়ের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে ন্যান্সি জানিয়েছেন, ‘এই একক অ্যালবামটি কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে। গানের কথা নির্বাচন হতে শুরু করে সুর ও সংগীতে ভিন্নতাতো থাকছে।
এই অ্যালবামের গানগুলো কারা লিখেছেন, সুর ও সংগীতায়োজন বা কে করছেন, অ্যালবামের নাম ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে সকল বিষয়টিকে চমক হিসেবে রাখতে চান ন্যান্সি।