The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মশা বেশি কামড়ানোর কারণ কী তা জানেন? আজ জেনে নিন

মশারা অনেক মানুষের মাঝে একজনের প্রতি বেশি ‘ভালোবাসা’ প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ তাদের বেশি কামড়ায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মশা বেশি কামড়ানো নিয়ে গবেষকদের গবেষণার যেনো শেষ নেই। তাই গবেষকরা বলেছেন মশা কাকে কেনো বেশি কামড়ায়। জেনে নিন বিষয়টি।

রক্তের গ্রুপ, শরীরের গঠন, গন্ধ- এমন বেশ কয়েকটি কারণে মশারা অনেক মানুষের মাঝে একজনের প্রতি বেশি ‘ভালোবাসা’ প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ তাদের বেশি কামড়ায়।

বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে অনবরত নিজেকে ছটপড়টাচ্ছেন! বন্ধুরা হয়তো মশকরা করে বলে ফেলে “তোর রক্তে স্বাদ বেশি” বা “মশা তোকে একটু বেশিই ভালোবাসে”। তাই তোকে এভাবে কামড়াচ্ছে। এমন কথা নিছক ঠাট্টার কথা মনে হলেও, বিজ্ঞান বলছে আপনার প্রতি মশার বাড়তি ভালোবাসা আসলেও সত্যি সত্যিও হতে পারে।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে এক রিপোর্টে বলা হয়েছে, ‘আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন’য়ের কারিগরি উপদেষ্টা ড. জো কোনলোন বলেছেন, “শরীরের বিশেষ কোনো উপাদান বা ঘ্রাণের কারণে মশারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। বিষয়গুলো নিয়ে চলছে একাধিক গবেষণা। আকৃষ্ট করা উপাদানের সংখ্যা ৪শ’ পর্যন্ত হতে পারে বলে গবেষকদের ধারণা। যদিও গবেষণা কেবলমাত্র শুরু হয়েছে, তবে কিছু কারণ আমরা চিহ্নিত করতে পেরেছি।” জানিয়েছেন ওই গবেষক।

এইসব কারণগুলো মশাকে চুম্বকের মতো আকর্ষণ করে। একটি মনে রাখবেন মানুষের শরীরের এসব উপাদান দেড়শো ফুটের বেশি বা ৫০ মিটার দূর থেকেও মশারা বুঝতে পারে!

রক্তের গ্রুপ ও মশা

যাদের রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’ বা ‘ও নেগেটিভ’ তারা মশাদের বেশি প্রিয় পাত্র হয়ে থাকেন। আবার যাদের রক্তের গ্রুপে ‘এ’ রয়েছে তাদের প্রতি মশার আকর্ষণ ‘ও’ গ্রুপের তুলনায় প্রায় দ্বিগুণ কম। ‘বি পজেটিভ’ এবং ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রতি মশার আকর্ষণ আবার ‘ও পজেটিভ’ কিংবা ‘ও নেগেটিভ’এর তুলনায় বেশ কম। তবে ‘এ পজেটিভ’ কিংবা ‘এ নেগেটিভ’এর তুলনায় কিছুটা বেশি।

কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ

সবরকমের কার্বন-ডাই-অক্সাইডের প্রতি মশাদের আকর্ষণ বেশি। শরীর যতো বড়, কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণও তত বেশি হয়ে তাকে। সে কারণে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের মশা বেশি কামড়াতে দেখা যায়। আবার একই রকম কারণে প্রাপ্তবয়স্কদের তুলনায় গর্ভবতী মায়েদের প্রতি মশার আকর্ষণ আবার বেশি।

ত্বকের ধরন ‍বুঝে

ত্বকে স্টেরইড বা কোলেস্টেরলের পরিমাণ বেশি হওয়ার কারণে আবার মশা বেশি আকৃষ্ট হয়ে থাকে। তবে ত্বকের কোলেস্টেরল বেশির অর্থ শরীরেও বেশি এমনটা নয়। শরীর যখন বেশি কোলেস্টেরল প্রক্রিয়াজাত করতে বেশি দক্ষ হয়ে ওঠে, ঠিক তখন উপজাত হিসেবে ত্বকে কোলেস্টেরল ছড়িয়ে পড়ে। যে কারণে মশা তখন আকৃষ্ট হয় বেশি। তারা তাদের সান্নিধ্যে যেতে চাই, রক্ত পান করে!

খেলোয়াড়দের প্রতি আকর্ষণ কেনো?

মশা সব সময় উষ্ণতা, শারীরিক নড়াচড়া, ঘামের গন্ধ পছন্দ করে। ঘামের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদির ঘ্রাণ নিতে পারে মশারা। তাই যারা খেলাধুলা ও শরীরচর্চা করেন তাদের উপর মশার আক্রমণ সাধারণনের তুলনায় একটু বেশি হয়।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali