দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক জে এস মিশু দর্শকদের উপহার দিতে চলেছেন নতুন একটি নাটক। যার নাম ‘একটি নিষিদ্ধ ভালবাসার গল্প’!
এ বিষেয় জে এস মিশু বলেছেন ‘মিডিয়া জীবনের শুরু থেকেই একটা বিশ্বাস আমার বুকে লালন করে আসছি- আমি চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। সেজন্য যতোটা মেধা, পরিশ্রম এবং ত্যাগ শিকার করতে হয় আমি করতে রাজি আছি। আমার ক্যারিয়ারের শুরু হতেই একটা কথাই আমি বলে আসছি কম কাজ করবো, তবে যা করবো কোয়ালিটি সম্পন্ন কাজ করবো।’ তারই ধারাবাহিকটাই নিরন্তর কাজ করে চলেছেন এই তরুণ নির্মাতা।
সম্প্রতি তিনি নতুন একটি নাটকে কাজ শুরু করতে চলেছেন আফরান নিশোর সঙ্গে। ইতিমধ্যে বেশ কিছু খন্ড নাটক প্রকাশ পেয়েছে তারসঙ্গে। তিনি চলচ্চিত্রকেও বিশ্বের দরবারে তুলে ধরতে চান। এমন বিশ্বাসকে বুকে লালন করে নিরন্তর কাজও করে চলেছেন তরুণ এই নির্মাতা জে এস মিশু।
‘বন্ধুর মোড়’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। চলচ্চিত্রটিতে গুরুত্বপুর্ণ একটি চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। একের পর এক কাজ উপহার দিয়ে ইতিমধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন উদিয়মান এই তরুণ নির্মাতা।
সে কারণে জাকিয়া বারী মম কে নিয়ে তিনি ‘একটি নিষিদ্ধ ভালবাসার গল্প’ শিরোনামের নাটকের কাজ শেষ করেছেন ইতিমধ্যেই। আসছে রোজার ঈদে এই নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি।