The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাকিস্তানে ১৭ স্কুলছাত্র নিহত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ ২৫ মে সকালে পাকিস্তানে স্কুলছাত্র বহনকারী একটি ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৭ স্কুল ছাত্র নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছে।

silinder-clash

দেশটির গুজরাটের কোট ফাতেহ এলাকায় আজ ২৫ মে সকালে এই দুর্ঘটনা ঘটে বলে দ্য ডন/ বাংলাদেশ নিউজ২৪ডটকম/এবিনিউজ২৪ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভ্যানটিতে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ভ্যানটিতে ২০ থেকে ২৫ জন স্কুলছাত্র ছিল।

gugrat

উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার তৎপরতা শুরু করে। আহত শিশুদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...