দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ক্লোজআপ ওয়ানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজার নতুন গান ‘মন যে দোলে’ ইউটিউবে প্রকাশ পেয়েছে।
গত সোমবার জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই ‘মন যে দোলে’ শিরোনামে লিরিকাল ভিডিওটি। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে এই ভিডিওটি।
হাসান ফুয়াদ পরিচালিত কাটা চলচ্চিত্রের আইটেমটি লিখেছেন তারিক তুহিন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ‘মন যে দোলে’ নামে এই গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ডিজিটালি প্রকাশিত হয়েছে জিপি মিউজিক।
দেখুন গানটির ভিডিও
https://www.youtube.com/watch?v=RbKT0DkrpYE