দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবার জন্য ল্যাপটপ সহজলভ্য করতে ডেল এর স্বল্পমূল্যের নতুন ল্যাপটপ এখন বাজারে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ মাত্র ২২ হাজার ৫০০ টাকায় দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে এই নতুন এই ল্যাপটপটি।
স্মার্ট টেকনোলজিস ডেলের নতুন এই ল্যাপটপটি দেশের বাজারে নিয়ে এসেছে। ইন্টেল সেলেরন এন-৩০৬০ মডেলের প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, এইচডি গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ এবং ওয়াইফাই সহ অন্যান্য প্রয়োজনীয় সব ফিচার রয়েছে নতুন এই ল্যাপটপটিতে।
ইন্সপায়রন সিরিজের ১১-৩১৬২ মডেলের এই নতুন ল্যাপটপটি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।