দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌমাছির হুল যে কতো ভয়ংকর তা একমাত্র ভুক্তভোগীই জানে। কিন্তু এক যুবকের মুখে বাসা বেঁধেছে সেই মৌমাছির দল! ভিডিওটি দেখলে আপনিও বিস্মিত হবেন।
কখনও যদি আপনাকে হাজার-হাজার মৌমাছি তেড়ে আসে, তাহলে আপনার কী অবস্থা হবে? একবার ভেবে দেখেছেন? দু-তিনটে মৌমাছি উড়ে আসতে দেখলেই ভয়ে আপনি জড়োসরো হয়ে পড়েন। অথচ এমন মানুষও রয়েছে যার কাছে এগুলো কিছুই নয়। হাজার-হাজার মৌমাছিতেও তিনি মোটেও ভয় পান না।
আজ আপনাদের জন্য রয়েছে তেমনই এক যুবকের গল্প। ভারতের কেরলের ত্রিচূরের ২১ বছরের বাসিন্দা হলো এই নেচার এম এস। বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত মৌমাছি পালক সজয়াকুমারের ছেলে নেচার ইতিমধ্যে খবরের শিরোনাম হয়ে উঠেছেন। এক অসাধ্য সাধন করেছেন এই ২১ বছরের যুবক। নেচারের এই কাণ্ডটি দেখে যে কেও হিমশীতল হয়ে যাবেন তাতে সন্দেহ নেই।
নেচারের সেই কাণ্ড?টি হলো নিজের মুখে একটি দুটি নয় প্রায় ৬০ হাজার মৌমাছি দিয়ে ঢেকে ফেলে চক্ষু চড়কগাছ করে দিয়েছেন। যদিও এটি নতুন কিছু নয় তার কাছে। বাবার কারণে মৌমাছিদের সঙ্গেই বেড়ে ওঠা নেচারের। শুধু যে মুখ ঢাকাই তা নয়, এই অবস্থায় খাওয়া-দাওয়া, অন্য কাজকর্ম এমনকি নাচ-গানের মতো সাংস্কৃতিক চর্চাও করতে পারেন নেচার। মাত্র পাঁচ বছর বয়সে এই দুঃসাহসিক কারিশমা দেখাতে শুরু করেন নেচার!
মৌমাছির হুল এখন নেচারের কাছে কেবলমাত্র আদরের মতো। ছোটবেলা হতে মৌমাছিদের সঙ্গে বেড়ে ওঠা নেচারের কাছে হুলের যন্ত্রণা কোনই ব্যাপার নয়। বরং এতোদিন একসঙ্গে থাকতে থাকতে মৌমাছিদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে তার। সে কারণে মৌমাছিদের ছাড়া দিন কাটে না নেচারের। কৃষি বিজ্ঞানের ছাত্র নেচারের ইচ্ছা ভবিষ্যতে মৌমাছি পালনের উপর গবেষণা করা। অর্থাৎ সে এই মৌমাছিদের নিয়েই থাকতে চাই।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=QZbLuHNJmpc