দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিবাহবিচ্ছেদের মামলায় জিতে এক ব্রিটিশ নারী পেলেন মোট ৫৮ কোটি ৪০ লাখ ডলার। তার স্বামীকে ওই পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।
এই মামলায় ফেঁসে গেছেন রাশিয়ার এক কোটিপতি স্বামী! প্রথমে এতো বিপুল পরিমাণ অর্থের ব্যাপারে নানা কলা কৌশল চললেও শেষে আদালতের নির্দেশ গেলো স্ত্রীর পক্ষেই। বিবাহবিচ্ছেদের মামলায় এটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিচারক হ্যাডন কেভ সম্প্রত এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয় যে, মস্কোতে বিয়ে করেছিলেন এই দম্পতি। ১৯৮৯ সালে তাঁদের প্রথম দেখা হয়। এর ঠিক চার বছর পর তাঁদের বিয়ে হয়। ওই নারী মূলত পূর্ব ইউরোপের বাসিন্দা হলেও পড়াশোনার জন্য যান মস্কো।
বিয়ের কিছুদিন পরই এই দম্পতি যুক্তরাজ্যে চলে যান ও দেশটির দক্ষিণাঞ্চলের সারেতে বসবাস শুরু করেন। তাদের দুটি সন্তানও হয়। আদালত বিবাহবিচ্ছেদের মামলায় বাদী এবং বিবাদী উভয়ের নাম-পরিচয় প্রকাশ করায় নিষেধাজ্ঞা দিয়েছেন। সে কারণে তাদের ছবি প্রকাশ করেনি গণমাধ্যম।
উল্লেখ্য, পাঁচ বছর পূর্বে ৬১ বছর বয়সী ওই রুশ কোটিপতি একটি কোম্পানির শেয়ার বিক্রি করে ১৩০ কোটি ডলার আয় করেন। এর ঠিক এক বছর পর তিনি সন্তানদের জন্য লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কেনেন।
ওই কোটিপতির স্ত্রী এখন মধ্যবয়সী। ১৫ বছর আগে যুক্তরাজ্যের নাগরিকত্বও পান তিনি। সম্প্রতি দুজনে বিবাহবিচ্ছেদের আবেদন করে ওই নারী তাঁর সাবেক স্বামীর সম্পদের মালিকানা দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।
ওই রুশ ওই ব্যক্তি অবশ্য আদালতকে বলেন যে, বংশগতভাবেই ধনী তিনি। তবে এই সমৃদ্ধিতে তার অবদানই বেশি। অপরদিকে সেই যুক্তির বিপরীতে বিচারক বলেছেন, তার স্ত্রীও পরিবারের উন্নতিতে সমান ভূমিকা রেখেছেন। তাই সম্পত্তিতে তারও অধিকার রয়েছে।