দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লাহর কুদরত বোঝা বড়ই কঠিন। তিনি কখন কি উদ্দেশ্যে কি করেন তা আমাদের মতো সাধারণ মানুষের বুঝে ওঠা দু:সাধ্য। সমপ্রতি একটি শিশুর শরীরে ‘আল্লাহু’ লেখা ফুটে উঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে একটি শিশুর গায়ে আরবি লেখা ফুটে উঠছে। শিশুর কপালে ‘আল্লাহু’, শরীরে ‘আল্লাহু, আররাহ্মানু, ইয়া রাসুলুল্লাহ ও আল্লাহু’ লেখা। মঙ্গলখালী গ্রামের সাদ্দাম হোসেন ও আমেনা দম্পত্তির সন্তান ওই শিশুর নাম ইয়ামিন। গত ২৬ জানুয়ারি তার জন্ম।
অনেকে শিশুটিকে নগদ টাকা, পণ্য, খাবার দিতে চাইলেও শিশুর পরিবার তা গ্রহণ করছে না। আমেনা বেগম জানান, জন্মের সময় তার গায়ে এ ধরণের কোন চিহ্ন না থাকলেও ১৪ এপ্রিল রাতে ইয়ামিনের কপালে প্রথমে ‘আল্লাহু’ লেখা ফুটে ওঠে। পরে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ইয়ামিনের বুকে, পেটে ‘আল্লাহু, আররাহ্মানু, ইয়া রাসুলুল্লাহ ও আল্লাহু’ লেখাগুলো ফুটে ওঠে। প্রথমে কিছুটা অস্পষ্ঠতা থাকলেও লালচে ও পরে সাদা রংয়ের লেখাগুলো দেখতে এখন একেবারেই স্পষ্ট।
ইয়ামিনের মা আমেনা বেগম সংবাদিকদের জানান, শিশুটি শান্ত প্রকৃতির। আড়াই মাস বয়স থেকে, সে একা বসতে পারে! কোনো রকম কান্নাকাটি করে না। অনেকে টাকা পয়সা দিতে চাইলেও নেয়া হচ্ছে না। পার্শ্ববর্তী মঙ্গলখালী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন জৈনপুরী বলেন, শিশুর শরীরের লেখাগুলো স্পষ্ট। অলৌকিকভাবে ওঠে আসা লেখাগুলো আরবী পাঠকরা পড়তে পারছে। এই শিশুটিকে দেখার জন্য প্রতিদিন আশপাশের উৎসুক লোকজন ভিড় করছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪