The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করতে শক্তিশালী সামরিক মহড়া চালালো ইরান!

ইরানের বিশেষ এক দিবসকে উপলক্ষ করে শক্তিশালী সামরিক মহড়ায় নামলো ইরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক হুঁশিয়ারি দিয়ে গেছে ইরানকে। এবার সেই সমস্ত হুঁশিয়ারির জবাব দিতে তৈরি হয়েছে তেহরান। তবে সেটি মুখে নয়, শক্তিশালী সামরিক মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিলো ইরান।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করতে শক্তিশালী সামরিক মহড়া চালালো ইরান! 1

ইরানের বিশেষ এক দিবসকে উপলক্ষ করে শক্তিশালী সামরিক মহড়ায় নামলো ইরান। ইস্ফাহানে শুরু হয়েছে এই মহড়াটি। ইরানের শক্তিশালী এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘বায়তুল মোকাদ্দাস’।

১৯৮২ সালের তৎকালীন সাদ্দাম বাহিনীর দখল হতে খোররাম শাহর মুক্ত হয়। মূলত সেই দিবসকে সামনে রেখেই ইরানে শুরু হয়েছে এই সামরিক মহড়া। এই মহড়ার উদ্দেশ্য হলো একদিকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেওয়া, সেইসঙ্গে বিশেষ দিনকেও সম্মান জানানো।

এই শহরটি প্রায় ২০ মাস ইরাকি বাহিনীর দখলে ছিল। ঈমানি শক্তিতে বলীয়ান ইরানি মুজাহিদরা অবশেষে খোররাম শাহর মুক্ত করতে সক্ষম হয়। খোররাম শাহর মুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ইরানে। সামরিক মহড়াও এরই অংশ বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...