দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে দুই ডিসপ্লের মোবাইল ফোন। নতুন এই ফোনটি তৈরি করছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজু্।
নতুন এই মোবাইল ফোনটির মডেল মেইজু প্রো ৭। এতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি থাকছে সেকেন্ডারি ডিসপ্লেও! সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে।
নতুন এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অপরদিকে রিয়ারে রয়েছে ছোট আকারের সেকেন্ডারি ডিসপ্লে। ফোনটির সেলফি (সামনের) ক্যামেরা ১২ মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে, ফোনটিতে এমব্যাক মাল্টিফাংশনাল লক সিস্টেম ব্যবহৃত হয়েছে। তাতে হোম বাটন রয়েছে।
নতুন এই ফোনটিতে কোয়াড এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি বা ৬ জিবি র্যাম ভার্সনে পাওয়া যেতে পারে। নতুন এই ফোনটি ৬৪ ও ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে তৈরি হওয়ার কথা। ‘দুই ডিসপ্লে’র মোবাইল ফোনটির দাম সম্পর্কে এখনেও স্পষ্ট কিছু জানা যায়নি।