দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপু ভক্তদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন। আর তা হলো, এবারের ঈদে তার অভিনীত ছবি ‘রাজনীতি’ যদি সুপারহিট হয়, তাহলে ভক্তদের জন্য পার্টি দেবেন এবং নিজেই দেখা করবেন ভক্তদের সঙ্গে!
গতকাল ১৪ জুন তার আসন্ন সিনেমা ‘রাজনীতি’র নতুন একটি গানের মুক্তি উপলক্ষে ফেইসবুক লাইভে আসেন ছবিটির নায়িকা অপু। তিনি ঘোষণা করেছেন, এবারের ঈদে তার অভিনীত ছবি যদি সুপারহিট হয়, তাহলে ভক্তদের জন্য তিনি একটি পার্টি দেবেন। এজন্য ফেইসবুকে তিনি ভক্তদের ঠিকানাও দেবেন। তারপর সেখানে তাদের সঙ্গে আড্ডা দেবেন এবং খাওয়া দাওয়া করবেন।
তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আমার এই সিনেমা হিট করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। যদি ছবিটি হিট হয়, তাহলে আমি ভক্তদের সঙ্গে দেখা করবো। তাদের নিয়ে একটি গেট টুগেদারেরও আয়োজন করবো।
পূনরায় চলচ্চিত্রে ফেরার অঙ্গীকার করে অপু বলেছেন, স্বামী-সন্তান আমার একটা পরিবার। অপরদিকে চলচ্চিত্র আমার আরেকটা পরিবার।
উল্লেখ্য, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ এবারের ঈদুর ফিতরে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অপুর বিপরিতে নায়ক রয়েছেন শাকিব খান।