দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবের পশুচারণ ভূমি হতে কাতারের সকল উট ও ভেড়া সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার চরম পর্যাযে এসে সৌদি আরব সর্বশেষ এমন পদক্ষেপ নিলো।
বিবিসির খবরে বলা হয়েছে, ইতিমধ্যে ১৫ হাজার উট ও ১০ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরে গেছে। ফিরে যাওয়া উট ও ভেড়ার পালের জন্য কাতার একটি জরুরি আশ্রয়কেন্দ্রও খুলেছে। সেখানে পানি এবং পশুখাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। কাতার যেহেতু ছোট একটি দেশ, তাই অনেক কাতারি তাদের উট ও ভেড়া সৌদি আরবের বিভিন্ন চারণভূমিতে নিয়ে রাখতো।
এই মাসের শুরুতে সৌদি আরবসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। কাতার ইসলামি জঙ্গীবাদকে মদত দিচ্ছে এমন অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নিয়েছে। কাতার অবশ্য বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
কাতারের পৌর ও পরিবেশ মন্ত্রণালয় বলেছে, ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য নতুন জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হবে। কাতারের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই পর্যন্ত প্রায় ২৫ হাজার উট এবং ভেড়া সৌদি আরব হতে ফেরত পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, ভেড়া এবং উটের পাল সীমান্ত অতিক্রম করে কাতারে প্রবেশ করছে। কাতারি পশুপালকরা সৌদি আরবের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আলী মাগারেহ নামের একজন বলেছেন, ‘আমরা এমন রাজনীতির সঙ্গে কখনও যুক্ত হতে চাই না। আমরা এতে মোটেও খুশি নই।’
This post was last modified on জুন ২১, ২০১৭ 11:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…