দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চামড়ার রাবারের অনেক রকম জুতায় আমরা দেখেছি। কিন্তু এবার আসছে চমক লাগানো এক জুতা। বিস্ময়কর এই জুতাটি মূলত ‘অদৃশ্য’ জুতা!
সম্প্রতি অবাক করা এই জুতা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নেকফিট নামে একটি জুতা তৈরির প্রতিষ্ঠান। তারা এমন এক জুতা বাজারে এনেছে যা পরলেও দেখা যাবে না! ওই জুতা পরে হাঁটতে গেলে আপনার মনে হবে আপনি খালি পায়ে হাঁটছেন!
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই জুতা পরে চলার সময় উত্তপ্ত বালি হোক বা ধুলো-ময়লাযুক্ত রাস্তা হোক, কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ হলো, বিশেষ এক পদ্ধতিতে এই জুতা বানিয়েছে ‘নেকফিট’ নামে ওই কোম্পানি। বিস্ময়কর এই জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।
আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেই বুঝতে পারছেন জুতোটির গঠন কেমন হবে। এই জুতোটি দেখতে একেবারে জুতোর সোলের মতোই। কালো, গোলাপী, নীল যেমনটা আপনার চাই, মনপছন্দ রঙও পেয়ে যাবেন আপনি। তাছাড়া এই সোলগুলি নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এই জুতোগুলো কাটপ্রুফও!