দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই জলবায়ু চুক্তির সিদ্ধান্তে চলে গেলেন বিশ্বনেতারা। ওই চুক্তি হতে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্তকেও সম্মেলনে স্বীকৃতি দেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার আলোচনায় প্রথমে কিছুটা অচলাবস্থা তৈরি করে, তবে শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই সিদ্ধান্ত নেন বিশ্বনেতারা।
তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের থাকা না থাকার কারণে প্যারিস চুক্তির ব্যাপারে অন্য দেশগুলোর প্রতিশ্রুতির কোনো রকম হের-ফের হবে না। তাছাড়া ওই চুক্তিটির বিষয়ে পুনরায় আলোচনারও সুযোগ নেই।
প্যারিস চুক্তিটির প্রতিশ্রুতির রক্ষার ব্যাপারে ১৯ জন সরকারপ্রধান একমত হলেও, নিজের অবস্থান ভিন্নতর রেখেই জার্মানিতে বিশ্বনেতাদের সম্মেলন হতে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের শীর্ষ ১৯ জন নেতা।
পরে তুরস্ক বলেছে, তারা এখন কিছুটা দোটানায় রয়েছেন। কারণ উন্নয়নশীল দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, তা কতোটা কার্যকর হবে, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। প্রথা অনুযায়ী শেষদিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে যান ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কারণে অনেকেই এবারের সম্মেলনকে বর্ণনা করছেন যেনো জি-নাইনটিন প্লাস ওয়ান হিসাবে। তবে এখনও ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পরিবর্তন ঘটতে পারে বলে আশা করছেন অনেক বিশ্ব নেতা।