দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কনজাঙ্কটিভাইটিস চোখের একটি সাধারণ রোগ। আমরা অনেকেই মাঝেমধ্যে এতে ভুগে থাকি। রোগটি সম্পর্কে সচেতন হলে এটির প্রতিরোধ ও চিকিৎসা করা অনেকটা সহজ হয়ে যায়।
কনজাঙ্কটিভাইটিস কি?
সাধারণভাবে চোখের কনজাঙ্কটিভার প্রদাহকেই কনজাঙ্কটিভাইটিস বলে। চোখের সাদা অংশের উপরে অবস্থিত স্বচ্ছ টিস্যুর স্তর হল কনজাঙ্কটিভা। কনজাঙ্কটিভায় নানা কারণে প্রদাহের সৃষ্টি হতে পারে। সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই প্রদাহের সৃষ্টি হতে পারে। এছাড়া অ্যালার্জির কারণেও অনেক ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। শ্যাম্পু, ধূলাবালি ও ধোঁয়া চোখে গেলেও কনজাঙ্কটিভাইটিস হতে পারে।
কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ
- চোখ লাল হওয়া
- চোখ থেকে পানি পড়া
- চোখ চুলকানো
- চোখ জ্বালা করা
- চোখে ঝাপসা দেখা
- চোখ থেকে সাদা বা সবুজ তরল নির্গত হওয়া
- চোখের আলোক সংবেদনশীলতা বেড়ে যাওয়া
চিকিৎসার জন্য করণীয়
উপরে উল্লিখিত লক্ষণগুলির মধ্যে কয়েকটি দীর্ঘ সময় ধরে দেখা দিলে আপনাকে চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে তা মেনে চলতে হবে। তবে কনজাঙ্কটিভাইটিসের সমস্যা কমানোর জন্য নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করতে পারেন।
- ধূলাবালি থেকে চোখকে মুক্ত রাখা।
- মেকআপ ব্যবহার না করা।
- কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে তা খুলে রাখা।